বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের বাসভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের বাসভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা  © ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের বাসভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (৭ মে) বেলা আড়াইটায় শিক্ষার্থীরা এ ঘটনা ঘটান। জানা গেছে, তালা দেওয়ার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্যের অপসারণ দাবির পরিপ্রেক্ষিতে এ তালা দেওয়া হয়েছে। সুমন নামের এক শিক্ষার্থী জানান, "এটা আন্দোলনের একটি অংশ। গতকাল আমরা প্রশাসনিক ভবন অবরুদ্ধ করেছি। আমরা দাবি জানিয়েছি—নতুন ভিসি আসবেন এবং তিনিই প্রশাসনিক ভবন খুলবেন। একইসঙ্গে উপাচার্যের বাসভবনেও আমরা তালা ঝুলিয়েছি। এই উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।"

তিনি আরও বলেন, "যারা ভেতরে ছিলেন, তাঁদের সবাইকে সম্মানের সঙ্গে বের করে দেওয়া হয়েছে। এটি সবার সামনেই করা হয়েছে, তাই এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। এই বাসভবন বিশ্ববিদ্যালয়ের সম্পদ, আমরা কোনোভাবেই এই সম্পদ নষ্ট হতে দেব না। তবে আমাদের আবেদন, যত দ্রুত সম্ভব এই স্বৈরাচারী উপাচার্যকে সরিয়ে দিন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ ফিরিয়ে আনুন।"

তালা দেওয়ার সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। যেমন: "জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো/স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো", "একসাথে স্বৈরাচারের বাড়িতে তালা মারো" ইত্যাদি।

এদিকে, গতকাল প্রশাসনিক ভবনেও তালা লাগান শিক্ষার্থীরা। এ সময় উপ-উপাচার্য ও ট্রেজারার শিক্ষার্থীদের তোপের মুখে নিজ নিজ কার্যালয় ত্যাগ করেন। প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলে থাকায় কর্মকর্তাদের নিচতলায় আড্ডায় মেতে উঠতে দেখা যায়। অনেককে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে দলবদ্ধ হয়ে ঘুরতেও দেখা গেছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!