বাজেট বৈষম্য দূরীকরণসহ ৪ দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- জবি প্রদায়ক
- প্রকাশ: ০৬ মে ২০২৫, ০১:০১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৫ PM
বিগত বছরগুলোতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যমূলক নীতির প্রতিবাদে ও আবাসন ভাতা, হল নির্মাণসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ রফিক ভবনের নিচে এসে সমাবেশে মিলিত হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘প্রহসনের বাজেট মানি না মানব না’, ‘বৈষম্যের গদিতে আগুন জ্বালাও একসাথে’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত করে তোলেন ক্যাম্পাস।
আরও পড়ুন: নাম পরিবর্তনের দাবিতে বন্ধ গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গুচ্ছ পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা
সমাবেশে বক্তারা ইউজিসির বাজেটে ধারাবাহিক বৈষম্যের তীব্র প্রতিবাদ জানান এবং জবির বাজেট বৃদ্ধির জোর দাবি তোলেন।
২০১৯-২০ সেশনের শিক্ষার্থী কিশোর সাম্য বলেন, ‘আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরাবরই সাহসিক ভূমিকা রেখেছে। গুলির মুখেও আমরা পিছু হটিনি। অথচ ৫ আগস্টের পর দেখা গেছে, বাজেট বরাদ্দ পেয়েছে ঢাবি, চবি ও অন্যান্য নামী বিশ্ববিদ্যালয়। আমরা কি মানুষ না? তারা এসি রুমে বসে আয়েশ করবে, আর জবি শিক্ষার্থীরা মেসে না খেয়ে থাকবে? আমরা তো চাকরি চাইনি, এসিও চাইনি। আমরা আমাদের যোগ্যতা দিয়েই জীবন গড়ব। কিন্তু আমাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিন। আমাদের আর ঠকাবেন না। পাগলদের ক্ষেপাবেন না—কারণ পাগল সামলানো আপনাদের সাধ্যের বাইরে।’
আরও পড়ুন: ডাকসু নির্বাচনের আগে প্রশাসনে থাকা আওয়ামী সমর্থকদের বিচার চায় ছাত্রদল
২০২০-২১ সেশনের শিক্ষার্থী শাহীন মিয়া বলেন, ‘দীর্ঘ ২০ বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবহেলার শিকার হয়ে আসছে। শুধু একটি নামধারী বিশ্ববিদ্যালয় দাঁড় করানো হয়েছে—সুবিধা নেই বললেই চলে। পূর্ববর্তী সরকার হোক বা ইউজিসি, কেউ আমাদের নিয়ে ভাবেনি। আমরা রক্ত দিয়ে এই সরকার গড়েছি, কিন্তু তারা কি সেই পুরনো পথেই হাঁটছে? ঢাবির জন্য বরাদ্দ ৩০০–৪০০ কোটি, আর জবির জন্য নামমাত্র বাজেট! আমরা আর বসে থাকব না। প্রয়োজনে ইউজিসি ও প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব।’