পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন

ইবি ছাত্রদলের মানববন্ধন
ইবি ছাত্রদলের মানববন্ধন  © টিডিসি

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। এসময় সংগঠনটির নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। 

সোমবার (২১ এপ্রিল) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে এ মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, রাকিব হোসেন সাক্ষর, উল্লাস মাহমুদ, মুক্তাদির রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারভেজকে হত্যা করা হয়েছে। কিন্তু এসবের পরেও কারো কোনো প্রতিবাদ, আন্দোলন দেখিনি। কিছু মানুষ একসময় ছাত্র রাজনীতিকে ঘৃণা করতো, কিন্তু তারাই এখন বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। সেইরকম একটি গ্রুপ পারভেজকে হত্যা করেছে। আমরা পারভেজ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অতি দ্রুত তাদের বিচার করতে হবে।

সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, আমরা কখনো ভাবিনি যে নতুন বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটবে। আমরা চেয়েছিলাম পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ধারার রাজনীতি। কিন্তু আজকে এই নতুন বাংলাদেশে পারভেজ হত্যার জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আমরা নতুন বাংলাদেশে আর কোনো লাশ দেখতে চাই না। মানুষ নিরাপদে দেশে থাকবে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে। আমরা এর সর্বোচ্চ শাস্তি চাই।

আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, পারভেজ জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতকারী তাকে নির্মমভাবে হত্যা করেছে। অথচ এই ঘটনা আগেই প্রক্টর অফিসে সমাধান হয়েছিল। কিন্তু তার এই হত্যার প্রতিবাদ কাউকে করতে দেখিনি। আমরা ৫ আগস্টের পরে নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম। একটি পরিবর্তিত রাজনীতি চেয়েছিলাম। কিন্তু নতুন বাংলাদেশে এমন ঘটনা ঘটবে তা আমরা কখনো ভাবিনি। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence