গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২১ এপ্রিল ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৮ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটোকের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

মানববন্ধন চলাকালে মার্কেটিং বিভাগের সোহেল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জোবায়ের ফাহিম ও ইএসডি বিভাগের শোয়েব উদ্দিন বক্তব্য দেন।

এ ঘটনায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়ে বক্তার বলেন, হামলার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

গত শুক্রবার জেলা শহরের গণপূর্ত বিভাগের সামনে চাঁদাবাজ আখ্যা দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব সাইদুর রহমানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জসিম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে একটি মামলা করেন।

রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬