কুবিতে সরঞ্জাম ছাড়াই বিল পরিশোধসহ রয়েছে অনিয়মের অভিযোগ

১৬ এপ্রিল ২০২৫, ১১:২৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৫ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোগো © টিডিসি সম্পাদিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিডিয়া ল্যাবে সরঞ্জাম সরবরাহ না করেই বিল পরিশোধের অভিযোগ উঠেছে। প্রায় ২৯টি আইটেম ক্রয়ের চুক্তির আওতায় সরঞ্জাম না পৌঁছালেও সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়—এমন একটি নথি উঠে এসেছে এই প্রতিবেদকের হাতে।

প্রাপ্ত নথি থেকে জানা যায়, ২০২৩ সালে রাজধানীভিত্তিক প্রতিষ্ঠান ফুয়ানা ইনফো টেক লিমিটেড থেকে ২৮ লাখ ৮৪ হাজার টাকার মোট ২৯টি আইটেম ক্রয় করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। চুক্তি অনুযায়ী সরবরাহ শেষ হওয়ার পর ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে দেখা যায়, দুইটি ট্রাইপড এবং একটি ভিডিও এডিটিং পিসির ক্যাবল অনুপস্থিত — যার বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।

তবে সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের রিসিভ কপিতে উল্লেখ করেছে, সব সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। এমনকি বিল পরিশোধে কোনো ধরনের আপত্তিও তোলা হয়নি।  জানা গেছে, তৎকালীন বিভাগীয় চেয়ারম্যান কাজী এম. আনিছুল ইসলাম অনুপস্থিত সরঞ্জাম থাকা সত্ত্বেও বিল পরিশোধের সুপারিশ করেন।

মিডিয়া ল্যাব স্থাপন কমিটির সদস্য এ এম এম সাইদুর রসিদ জানিয়েছেন, ট্রাইপড না পাওয়ার বিষয়টি কমিটির আহ্বায়ককে জানানো হয়েছিল। তার সম্মতিতেই তিনি রিসিভ কপিতে স্বাক্ষর করেন। অন্যদিকে তৎকালীন আহ্বায়ক কাজী এম. আনিছুল ইসলাম দাবি করেছেন, তিনি দায়িত্ব ছাড়ার আগেই সবকিছু বুঝিয়ে দিয়েছেন।

বর্তমান বিভাগীয় চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার সময় সব সরঞ্জাম নির্দিষ্টভাবে পাননি। বর্তমানে বাধ্যতামূলক ছুটিতে থাকায় তিনি বিষয়টি যাচাই না করে মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি অভিযোগ করেছেন, একাধিকবার অনুরোধ সত্ত্বেও সরবরাহকারী প্রতিষ্ঠান এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

ফুয়ানা ইনফো টেক লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোফাজ্জল হোসেন দাবি করেন, তারা তিন দফায় মালামাল সরবরাহ করেছেন এবং প্রতিবারই সরবরাহের আগে মালামাল চেক করা হয়েছে। তবে কাগজপত্র যাচাই শেষে বিষয়টি পরদিন নিশ্চিত করবেন বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, এটি বিভাগের জন্য একটি বড় ধরনের ক্ষতি। যদি বিভাগ লিখিতভাবে অভিযোগ দেয়, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

একটি মহল পেশিশক্তির মাধ্যমে শাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করত…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ নৌবাহিনী নেবে কমিশন্ড অফিসার, আবেদন শেষ আগামীকাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের ভিসা পেতে কবে থেকে বন্ড জমা, জানাল মার্কিন দ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রমের চূড়ান্ত ফল প্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসুর নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থী ৮ শিক্ষকের পদত্যাগ 
  • ১৯ জানুয়ারি ২০২৬
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে মাজারে বিএনপির শ্রদ্ধা নিবে…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9