ছাত্রজীবনে প্রতিটা ঈদ ক্যাম্পাসেই করেছি

২৮ মার্চ ২০২৫, ০৬:০২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
প্রফেসর ড. মো. শওকাত আলী

প্রফেসর ড. মো. শওকাত আলী © টিডিসি সম্পাদিত

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পরে মুসলমানরা এদিন একে অন্যের সাথে আনন্দ ভাগাভাগি করেন। এজন্য ঈদের দিনকে খুশির দিনও বলা হয়। ঈদকে কেন্দ্র করে সবারই কিছু না কিছু স্মৃতি জমা রয়েছে। বিশেষ করে ছোটবেলার সেই স্মৃতি তো না বললেই নয়। তেমনি ব্যতিক্রম নয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের ক্ষেত্রেও।

এবারে ঈদে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে ঈদের স্মৃতিচারণ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ঈদ আমি ক্যাম্পাসেই করেছি। কারণ ক্যাম্পাস দূরে হওয়াতে যাতায়াতের একটা বিষয় ছিল আর ঈদের পরেই আমাদের অধিকাংশ পরীক্ষা থাকতো। তখন বিশ্ববিদ্যালয় হলের ক্যান্টিন বন্ধ থাকায় বাইরের খাবার খেতে হতো। তবে যখন আমি বিদেশে পড়াশোনা করতে যাই তখন অনেক সময়ই নিজেই ডিম-খিচুড়ি রান্না করে খেতাম।

শৈশবের স্মৃতিচারণে তিনি বলেন, শৈশবের ঈদের অনুভূতি তো বলে বোঝানোর মতো না। শৈশবের বন্ধুদের সাথে ঈদের সেই আনন্দ আর কখনো ফিরে পাওয়া যাবে না। এখন অনেক দায়িত্ব বেড়েছে। শৈশবের সেই দিনগুলো ফিরে পাওয়ার মতো না।

পরিবার নিয়ে এবারের ঈদের পরিকল্পনার বিষয়ে ড. মো. শওকাত আলী বলেন, আমাদের গ্রামের চাকরিজীবীদের একটা সংগঠন আছে। যে সংগঠন থেকেই আমরা প্রতিবারই হতদরিদ্রদের ঈদসামগ্রী দেওয়ার চেষ্টা করি। আর চট্টগ্রামের বন্ধুদের সাথে মেজবানের আয়োজনও করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের ঈদ উদযাপন বিষয়ে তিনি বলেন, প্রতিবারের ন্যায় এবারেও আমাদের বিশ্ববিদ্যালয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। যেহেতু ঈদে হিন্দু-মুসলমান সবাই ক্যাম্পাসে থাকেন। তাই আমরা দুইটা খাসির ব্যবস্থা করেছি। আশা করি, এবারের ঈদের খুশি সবাই ভাগাভাগি করে নিয়ে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।

প্রসঙ্গত, ড. শওকাত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতক (সম্মান) ও প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থানসহ ফলিত গণিত বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১২ সাল হতে তিনি ফলিত গণিত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গত সেপ্টেম্বরে তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬