ফিলিস্তিনের পক্ষে মিছিলে জবির দুই শিক্ষার্থী আটক, পুলিশ বলছে—হিজবুত তাহরীর

২২ মার্চ ২০২৫, ০৮:২১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৬ PM
ধানমন্ডিতে মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়

ধানমন্ডিতে মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয় © সংগৃহীত

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক প্রতিবাদ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ধানমন্ডি ৮ নম্বর রোডে মিছিলটি বের করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সাতজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীও রয়েছেন। 

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। তাদের কাছ থেকে কিছু প্ল্যাকার্ড ও ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। আটক দুই জবি শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী কাজী ঐশ্বর্য এবং ১৬তম ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী সাকিব।  

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, ‘জুমার নামাজ শেষে কিছু ব্যক্তি ফিলিস্তিনে চলমান নির্যাতনের প্রতিবাদে মিছিল বের করতে চাইলে পুলিশ তা প্রতিহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতজনকে আটক করা হয়েছে।’ 

আরো পড়ুন: ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল ছত্রভঙ্গ করলো ছাত্রদল, আটক ৩

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক বলেন, ‘আমরা খবর পেয়েছি, আমাদের দুই শিক্ষার্থী আজ পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’  

প্রসঙ্গত, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদের ঢেউ উঠেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ মানববন্ধন, বিক্ষোভ ও গণজমায়েতের মাধ্যমে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬