গণঅভ্যুত্থানে শহীদের মাগফিরাত কামনায় জবিতে ছাত্রদলের দোয়া মাহফিল ও ইফতার

২১ মার্চ ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩১ PM
জবিতে দোয়া ও ইফতার মাহফিল

জবিতে দোয়া ও ইফতার মাহফিল © টিডিসি ফটো

বিগত ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুম-আহত ছাত্রনেতাদের সুস্থতা, জুলাআন্দোলনে নিহত জবি ছাত্র ইকরামুল হক সাজিদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সকল শহীদের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।  

আজ শুক্রবার (২১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ মাঠে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ কেন্দ্রীয় আরও নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ও বর্তমান সদস্য ও নেতৃবৃন্দ।  

নাসির উদ্দিন নাসির বলেন, ‘আমরা বিশ্বাস করি, গত সাড়ে পনেরো বছর ধরে যে আন্দোলন-সংগ্রাম করেছি, সে সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সমান অংশীদার। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে যে নেতৃত্ব আসবে, কেন্দ্রীয় ইউনিট সব জায়গায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গুরুত্বের সঙ্গে দেখবেন। এখানে কোনো বৈষম্য হবে না। ভবিষ্যতে যেকোনো উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আমরা পাশে চাই।’  

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা সবসময় ঢাবি এবং জবিকে পাশাপাশি ইউনিট হিসেবে বিবেচনা করি। ঢাকা বিশ্ববিদ্যালয় সকল আন্দোলনের সূতিকাগার। কিন্তু আমরা কখনোই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ইতিহাস ভুলে যাই না। যখন দেশ কোনো সংকটে উপনীত হয়, তখনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জবি ছাত্রদল। জুলাই অভ্যুত্থানে জবি ছাত্রদলের ভূমিকা ছিল অপরিসীম। বেশ কিছু নেতাকর্মী মৃত্যুর মুখোমুখি হয়েছিল, যারা এখনও সুস্থ হয়ে উঠতে পারেনি।’  

তিনি আরো বলেন, ‘২৪ সালের জুলাইয়ে ছাত্রজনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আরও একটি আন্দোলনের প্রয়োজন হতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি, একটি অশনি সংকেত এগিয়ে আসছে। আমরা যে আদর্শ নিয়ে আন্দোলন করেছি, সেটিকে নস্যাৎ করতে একটি চক্র তৎপর হয়ে উঠেছে। তারা ভোটাধিকার হরণের ষড়যন্ত্র করছে, সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে। তাদের মোকাবিলা করতে হবে।’

৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যার রায় এই সরকার কার্যকর করতে পারলো না: আবরা…
  • ২১ জানুয়ারি ২০২৬
মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9