পদত্যাগ করলেন জবি ‘জাস্টিস ফর জুলাই’ এর আহ্বায়ক সজিব 

মো. সজিবুর রহমান
মো. সজিবুর রহমান  © টিডিসি ফটো

‘জাস্টিস ফর জুলাই’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মো. সজিবুর রহমান। ব্যক্তিগত ব্যস্ততার কারণে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে না পারার কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই শহীদদের ন্যায্যতার দাবিতে তিনি আজীবন কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে এক ফেসবুক পোস্টে নিজেকে সাবেক আহ্বায়ক ঘোষণার মাধ্যমে পদত্যাগের বার্তা জানান সজিবুর রহমান সজিব। তার এই পদত্যাগে নানারকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সংগঠনটির সদস্যদের মাঝে।

সজিব তার ফেসবুক পোস্টে লেখেন, “গত ০৪/১১/২০২৪ তারিখে আমি মো. সজিবুর রহমান ‘জাস্টিস ফর জুলাই’, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিসেবে ঘোষিত হই। এরপর সংগঠনের ইউনিট পরিচালক হিসেবে লোকবল সংঘবদ্ধ করা, ফ্যাসিবাদবিরোধী সেমিনার বাস্তবায়ন, গ্রাফিতি করা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালনসহ অনলাইনে নানাভাবে সরব থাকার কাজে যুক্ত ছিলাম।”  

তিনি লেখেন, “কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে সংগঠনের কার্যক্রমে যথাযথ ভূমিকা রাখতে পারিনি। ফলে জবিতে সংগঠনটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এই দায়ভার বহন করা আমার পক্ষে সম্ভব নয়। তাই সংগঠনের আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি।”  

তিনি আরও লেখেন, “আমি জুলাই শহীদদের ন্যায্যতার দাবিতে আজীবন কাজ করে যাবো। তবে সংগঠনের কোনো আয়োজন, সভা বা সেমিনারে আর আহ্বায়ক হিসেবে অংশ নেবো না। সংগঠনের প্রতি সদস্য হিসেবে আমার সমর্থন থাকবে। আমি চোখের সামনে রক্তাক্ত হতে দেখেছি প্রাণবন্ত নানাজনকে। জুলাইয়ের অবরুদ্ধ অবস্থা কী, তা নিজে অনুভব করেছি। তাই ন্যায্যতা আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন ব্যথাহত থাকবো।” 

তার এই পোস্টের প্রতিক্রিয়ায় আহনাফ আতিফ নামে এক সদস্য মন্তব্য করেছেন, ‘আপনার এই সিদ্ধান্ত একজন সদস্য হিসাবে আমি মানিতে চাইনা। আমি চাই আপনি আপনার সিদ্ধান্ত ফিরায় নেন প্লিজ।’

মেহেদী সোহাগ নামে আরেক সদস্য বলেছেন, ‘মানতে পারলাম না ভাই। অল্প দিনে আপনার জন্যই জাস্টিস ফর জুলাই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল। লেখনীর মাধ্যমে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে অনন্ত মানুষের মনে আরো ঘৃণা তৈরি করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।আপনার পদত্যাগ মানতে পারলাম না।’

এ বিষয়ে সজিব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় বডির কার্যকরী ভূমিকা না থাকায় ইউনিট পরিচালনা কঠিন হয়ে পড়েছে। উপরন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে সময় দিতে পারছি না। তবে জুলাই নিয়ে কাজ করা যেকোনো সংগঠন বা ব্যক্তির প্রতি সমর্থন ও সহযোগিতার নিয়ত রাখি।’


সর্বশেষ সংবাদ