প্রভোস্টের পদত্যাগসহ ৪ দফা দাবিতে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৮:০৮ PM , আপডেট: ১২ মার্চ ২০২৫, ০৮:০৮ PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহী হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্নের আগেই সিট বাতিল ও শিক্ষার্থীকে অপমানের প্রতিবাদে ইফতার বয়কট এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত ইফতার বয়কট করে কেন্দ্রীয় মাঠে গণ-ইফতার আয়োজন করে শিক্ষার্থীরা। এরপর প্রভোস্টের পদত্যাগসহ ৪ দফা নিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের চার দফা দাবিসমূহ হল— ১. শিক্ষার্থীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ ও অপমানজনক শব্দ চয়নের মাধ্যমে প্রভোস্ট স্যার দায়িত্ব পালনে অযোগ্যতার পরিচয় দিয়েছেন। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উনার স্থলাভিষিক্ত কোন উপযুক্ত ও যোগ্য ব্যক্তিকে এই দায়িত্ব অর্পণ করবেন এবং এরূপ আচরণের জন্য প্রভোস্ট স্যারকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে,
২. স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের নির্বিঘ্নে উচ্চশিক্ষা ও কর্মজীবন বিষয়ক প্রস্তুতির জন্য রেজাল্ট পরবর্তী ৩ মাস সময় দিতে হবে,
৩. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যেকোনো আয়োজনে (বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ইফতার) আবাসিক এবং অনাবাসিক সকল শিক্ষার্থীদের মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে হবে। শুধু হলের আবাসিক শিক্ষার্থীদের জন্যে আয়োজন বৈষম্যমূলক আচরণ,
৪. সকল হলের ভাড়া সর্বোচ্চ ৫০ টাকার মধ্যে সীমিত রাখতে হবে এবং হলের যাবতীয় সুযোগ সুবিধা (বিনামূল্যে ওয়াইফাই ও ভাত-ডাল, উন্নতমানের খাবার এবং নিরাপত্তা) নিশ্চিত করতে হবে।