সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে রমজান মাসব্যাপী ফ্রি কোরআন শিক্ষার কোর্স
- সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৫:০২ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৫, ০৫:০২ PM

পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের কেন্দ্রীয় মসজিদে সাবেক ও বর্তমান সকল ছাত্রদের জন্য ফ্রি কোরআন শিক্ষা কোর্সের আয়োজন করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রশিবির শাখা। শিক্ষার্থীরা যেন সহিহ-শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে পারে এবং ইসলামী আদর্শে উজ্জীবিত হতে পারে সেজন্য এই আয়োজন করা হয়েছে বলে জানান তারা।
কোরআন শিক্ষার এই বিশেষ কোর্সটি প্রথম রমজান থেকে শুরু হয়ে পুরো মাসব্যাপী প্রতিদিন বাদ যোহর দুপুর ১.৩০ মিনিটে কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এই কোরআন শিক্ষা কোর্সটিতে যোগাযোগ ও সকল বিষয় তদারকির দায়িত্বে আছেন, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি রাজিব হোসেন।
রাজিব হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘ক্যাম্পাসের অনেকেই আছেন যারা ছোটবেলায় কোরআন শিখেছেন, কিন্তু নিয়মিত চর্চার অভাবে এখন দীর্ঘ সময় ধরে শুদ্ধভাবে পড়তে পারেন না। কেউ কেউ আংশিকভাবে সঠিক উচ্চারণ জানেন, ভুল মিশ্রিত আবার অনেকেই রয়েছেন যারা একেবারেই পড়তে পারেন না। তাদের কথা বিবেচনা করে শিক্ষার্থীদের কোরআন শিক্ষা ও শুদ্ধভাবে তেলাওয়াতের সুযোগ করে দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা এই আয়োজন করেছে। এই কোর্সটির মাধ্যমে শিক্ষার্থীরা সহীহভাবে কোরআন শিখতে পারবে এবং ইসলামী অনুশাসনের সাথে সাথে মাহে রমাজনের ফজিলত সম্পর্কে জানতে পারবে।’
তিনি আরও বলেন, ‘এবারের কোরআন শিক্ষার আসর শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞান বৃদ্ধি ও নৈতিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও সকল আগ্রহী শিক্ষার্থীকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।’
প্রসঙ্গত মাসব্যাপী এই কোরআন শিক্ষার কার্যক্রমটি প্রথম রমজান থেকে শুরু হয়ে চলবে ২৫ রমজান পর্যন্ত।