ফরম পূরণে ‘অতিরিক্ত ফি’ নেওয়ার অভিযোগ রাজশাহী কলেজের বিরুদ্ধে
- রাজশাহী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৭:২৭ AM , আপডেট: ০৪ মার্চ ২০২৫, ০৭:৩২ AM

রাজশাহী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের ফি অন্যান্য সরকারি কলেজের তুলনায় কয়েক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি এই ‘অস্বাভাবিক ফি’ পরিশোধ করা অনেকের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
কলেজ প্রশাসনের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ফরম পূরণ চলবে। তবে পরদিন নতুন বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক ফি ঘোষণা করা হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তি অনুসারে রাজশাহী কলেজের বেশিরভাগ বিষয়ে ফি নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫৯১ টাকা থেকে ৯ হাজার ১৭১ টাকা পর্যন্ত, যা অন্যান্য সরকারি কলেজের তুলনায় অনেক বেশি।
আরো পড়ুন: ভর্তির আগেই সেশনজটে সাত কলেজে ভর্তিচ্ছুরা
অন্যদিকে, রংপুর কারমাইকেল কলেজে এই ফি মাত্র ৪ হাজার ২৭৫ থেকে ৪ হাজার ৭৫০ টাকা এবং রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা কম নেওয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীদের প্রশ্ন রাজশাহী কলেজেই কেন এত বেশি ফি?
এ নিয়ে রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থী মো. আব্দুল মাজেদ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এই অস্বাভাবিক ফি পরিশোধ করা অধিকাংশ ছাত্র-ছাত্রীর জন্য কষ্টসাধ্য। এমনকি অনেকের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই আমাদের উচিত একসঙ্গে প্রতিবাদ জানানো এবং শিক্ষার্থীবান্ধব ফি নির্ধারণের দাবি তোলা। তিনি আরও বলেন, মাননীয় অধ্যক্ষ বরাবর দরখাস্ত দিয়ে বিষয়টি প্রশাসনের নজরে আনার জন্য শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।’
অতিরিক্ত ফ্রি নিয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) তার ফেসবুকে লিখেছেন, ‘রাজশাহী কলেজে অনেক অসচ্ছল পরিবারের মেধাবী ছেলেমেয়ে লেখাপড়া করে। কারো বাবা কৃষক, কারো বাবা ভ্যান চালক, কারো বাবা শ্রমিক। এমনকি শিক্ষার্থীদের মধ্যেও অনেকেই আছে যারা নিজে পরিশ্রম করে উপার্জন করে নিজের পড়াশোনার খরচ চালায়। অথচ কলেজ প্রশাসন ক্রমান্বয়ে ফরম পূরণের ফি বাড়িয়েই চলেছে।’
আরো পড়ুন: ঢাবি থেকে সরল সাত কলেজের কার্যক্রম, নেতৃত্বে ইউজিসি-অধ্যক্ষ
তিনি আরো লেখেন, ‘আমি প্রশাসনের প্রতি সবিনয় অনুরোধ করছি দয়া করে সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ফরম পূরণের ফি কমান। ইতোপূর্বেও ফরম পূরণের ফি কমানোর জন্য আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রশাসনের কাছে অনুরোধ করেছি তারা মিথ্যা আশ্বাস আর ফাঁকাবুলি দিয়েই গেছে। এবারও প্রথমে সবিনয় অনুরোধ করলাম, যদি এতে প্রশাসনের টনক না নড়ে তাহলে সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।’
অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে জানতে চাইলে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী বলেন, ‘বিগত বছরের তুলনায় এবার ফি কম নেওয়া হচ্ছে। অন্যান্য কলেজের সাথে তুলনা করে লাভ নেই, আমাদের নিজস্ব ফি স্ট্রাকচার রয়েছে। কোন খাতে এই টাকা নেওয়া হচ্ছে বা অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে?। এ ছাড়াও তিনি বলেন, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি, কিন্তু এরপর তিনি আর কোনো ফোন রিসিভ করেননি।’