জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হলেন সাবেক জবি শিক্ষার্থী জোবায়ের

০২ মার্চ ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১০ PM
এহসানুল মাহবুব জোবায়ের

এহসানুল মাহবুব জোবায়ের © টিডিসি ফটো

ছাত্র-তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে নির্বাহী সদস্য হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এহসানুল মাহবুব জোবায়ের। তার বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে।

আজ রবিবার (২ মার্চ) রাতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসাইন সাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি সংগঠনের অফিসিয়াল পেইজে প্রকাশিত হয়। পার্টির আহ্বায়ক হিসেবে আছেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তিনিই একমাত্র ব্যক্তি হিসেবে পদ পেয়েছেন।

জানা যায়, এহসানুল মাহবুব জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন।

এর আগে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের অর্থ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী জেলা যুব রেড ক্রিসেন্ট সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করেছেন। 

এছাড়াও তিনি জবির ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা হিসেবে আছেন। পর্যটন খাতে উন্নয়নের জন্য ২০২৩-২৪ সালে বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করেন। বর্তমানে তিনি বায়িং হাউজ ব্যবসার সাথে জড়িত। তার পিতা আমিনুল ইসলাম ও মাতা রাশেদা আক্তার শিক্ষকতা পেশায় যুক্ত আছেন।

নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬