ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বেরোবিতে মশাল মিছিল

বেরোবিতে ‍শিক্ষার্থীদের মশাল মিছিল
বেরোবিতে ‍শিক্ষার্থীদের মশাল মিছিল  © টিডিসি ফটো

সম্প্রতি দেশে  চলমান সন্ত্রাস, ধর্ষণ, গুম, খুন ও নারী অবমাননার বিরুদ্ধে মশাল মিছিল করেছে রংপুরের  ছাত্র জনতা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মশাল মিছিলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এসে শেষ হয়। এ সময় মশাল মিছিলে যুক্ত হয়েছে রংপুর কারমাইকেল কলেজসহ আশপাশের শিক্ষার্থীরা।

মশাল মিছিলে ‘ধর্ষকদের ফাঁসি চাই, চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, আবু সাঈদের বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’সহ নানা স্লোগান তুলেন শিক্ষার্থীরা।

মশাল মিছিল অংশ নেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. ইমরান আলী বলেন, আমরা শিক্ষার্থীরা আজকের এই মশাল মিছিলের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিতে চাই—ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে ধর্ষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা চাই, সরকার ও প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নিক, পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে নারীর প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হোক।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এম এম আশিক বলেন, দেশে চলমান গুম খুন ধর্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে কোনো নরপশু এরকম জঘন্য কাজ করতে না পারে। আমরা একটা আইন চাই যে আইনে তাদের মৃত্যুদণ্ড হবে। আমরা ইন্ট্রিম গভর্মেন্টকে জানিয়ে দিতে চাই দ্রুত এসবের বিরুদ্ধে পদক্ষেপ নিন। যদি আপনারা কোনো পদক্ষেপ নিতে না পারেন পদ ছেড়ে দিন।

স্বর্ণা নামে এক শিক্ষার্থী বলেন, রিকশাচালক, ভ্যানচালকসহ সব পেশার মানুষরা নিরাপদে চলাচল করতে পারছে না। এখানে সেখানে চাঁদাবাজি, ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে। তাহলে দেশের নিরাপত্তা কোথায়? আমরা ধর্ষকদের মৃত্যুদণ্ড চাই, সন্ত্রাসমুক্ত নিরাপদ বাংলাদেশ চাই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence