একুশের প্রথম প্রহরে জবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ © সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও সেক্রেটারিসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সংবাদকর্মীরা।

প্রতিবছর বিভিন্ন উৎসবে পেশাদার সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমও পরিচালনা করে থাকে এ পেশাজীবী সংগঠনটি।

আরো পড়ুন: মাতৃভাষা দিবসে জবিতে ছাত্রদলের নানা কর্মসূচি

এ বিষয়ে প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ বলেন, ‘আজ একুশে ফেব্রুয়ারি, আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার দিন। এ দিনটি শুধু আমাদের মাতৃভাষার জন্য নয়, বরং সব ভাষাভাষী মানুষের অধিকার রক্ষার প্রতীক। ১৯৫২ সালে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেক বীর শহীদ তাদের ত্যাগের বিনিময়ে আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘আজকের দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেইসব ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের কারণে আমরা আজ স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি। তবে ভাষার জন্য আমাদের লড়াই এখানেই শেষ নয়। ভাষার সঠিক ব্যবহার, বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষাপ্রেম জাগিয়ে তোলা আমাদের দায়িত্ব।’

জবি প্রেসক্লাবের সভাপতি আসসাইফ সুবর্ণ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ ৫২-এর ভাষা আন্দোলন যুগে যুগে আমাদের নাগরিক অধিকার আদায়ের সকল আন্দোলনের অনুপ্রেরণা। ৫২ থেকে ৭১, ৯০ থেকে ২৪ দীর্ঘ সময়েও আমরা সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করতে পারিনি।’

তিনি আরো বলেন, ‘মহান শহীদ দিবসে প্রত্যাশা থাকবে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও সারাবিশ্বে বাংলা ভাষার প্রভাব তৈরি করে জাতি হিসেবে অবস্থান সমৃদ্ধ করে, নাগরিক পর্যায়ে সচেতনতা তৈরি হবে ও রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা বাড়ানো হবে।’

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬