কুবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫২ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
পুষ্পস্তবক অর্পণ

পুষ্পস্তবক অর্পণ © টিডিসি ফটো

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে শহিদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

পরবর্তীতে একে একে আবাসিক হল, বিভিন্ন বিভাগ, বিএনসিসি, রোভার স্কাউট এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সোলায়মান বলেন, "ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস বিশ্বে বিরল। প্রায় ১৬ বছর ফ্যাসিবাদের শৃঙ্খলে আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমরা সেই অধিকার পুনরুদ্ধার করেছি। শহিদ আবদুল কাইয়ূমসহ অনেকেই এই সংগ্রামে জীবন দিয়েছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তারা তখনই সফল হবেন যখন আমরা একটি উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারব।"

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "বাংলাদেশই একমাত্র দেশ যেখানে ভাষার জন্য প্রাণ বিসর্জন দিতে হয়েছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। আমি ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইতিহাস সাক্ষী, এ মাটির জন্য অনেকবার মানুষ রক্ত দিয়েছে—ভাষার জন্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জন্য এবং বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলনে। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ গঠন করা। কেবলমাত্র তখনই জাতির আত্মত্যাগ সার্থক হবে। এজন্য আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর শাকসুর হলে…
  • ৩০ জানুয়ারি ২০২৬