মেডিকেল সেন্টার আধুনিকায়নের দাবিতে জবি ছাত্র অধিকার পরিষদের ৩ দফা দাবি

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
জবি, ছাত্র অধিকার পরিষদ

জবি, ছাত্র অধিকার পরিষদ © লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টার আধুনিকায়নের দাবিতে ৩ দফা দাবি উত্থাপন করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম খলিল। এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে জবি ছাত্র অধিকার পরিষদ। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সংগঠনটির অফিশিয়াল পেজে দপ্তর সম্পাদক কাজী আহাদ প্রেরিত এক বার্তায় এই দাবি জানান তারা।

প্রেস বিজ্ঞপ্তিতে ওই শিক্ষার্থীর সাথে একাত্মতা পোষণ করে তারা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় বিশ হাজার শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, উত্থাপিত দাবিগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। সংগঠনটি জানিয়েছে, দাবি মেনে না নিলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।    

তাদের প্রথম দাবি হলো, প্রতি ১,৫০০ শিক্ষার্থীর বিপরীতে ১টি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সংযোজন করতে হবে। অর্থাৎ বিশ হাজার শিক্ষার্থীর জন্য মোট ১৩টি অ্যাম্বুলেন্স নিশ্চিত করতে হবে।  

দ্বিতীয় দাবি, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টারে রূপান্তর করতে হবে, যেখানে এক্সরে, এমআরআই ও সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা থাকবে।  

তৃতীয় দাবি, উপর্যুক্ত দুইটি দাবি চলতি অর্থবছরের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।  

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জবি শাখার দপ্তর সম্পাদক কাজী আহাদ বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আমরা চাই, অবিলম্বে দাবি বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে শিক্ষার্থীরা আশা করছেন, কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তবে এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড.রিফাত হাসান বলেন, ‘আমরা বিষয়টি দেখেছি। প্রশাসনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে।’

সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি সংলগ্ন মেসে অপ্রীতিকর অবস্থায় দুই সমকামী শিক্ষার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9