ঢাকা কলেজে কমল রিডিং ক্লাবের আত্মপ্রকাশ

ঢাকা কলেজ
ঢাকা কলেজ

বুদ্ধিবৃত্তিক সৃজনশীল জ্ঞানচর্চা ও শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষার্থীদের মেধা মননের বিকাশ ঘটানোর উদ্দেশ্য সামনে রেখে  ঢাকা কলেজে ‘কমল রিডিং ক্লাব’ আত্মপ্রকাশ করেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা কলেজ অডিটরিয়ামে এ সংগঠনটির যাত্রা শুরু হয়। 

সদ্য প্রতিষ্ঠিত এ ক্লাবের মেহেদী হাসান মিলুকে সভাপতি ও একরামুল হককে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের একটি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

নতুন গঠিত এই কমিটির ৪ সদস্যের উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মহিউদ্দিন মাফি, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল গাজী ও সুমন বসুনিয়া।

নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান মিলু বলেন, ‘কমল রিডিং ক্লাব একটি বুদ্ধিভিত্তিক জ্ঞানচর্চার লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে উন্মোচন করা হয়েছে। একাডেমিক, চাকুরি গবেষনা এবং রাজনৈতিক সকল ধরনের জ্ঞানচর্চার জন্য সকলের উদ্দেশ্যে এই ক্লাবটি গঠন করা হয়েছে। ঢাকা কলেজের মেধাধী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এবং অনগ্রসর শিক্ষার্থীদের উৎসাহিত করে আবাসিক/অনাবাসিক সহ  সুন্দর একটি ক্যাম্পাস উপহার দিতে চাই।’

মূলত কমল রিডিং ক্লাবের মাধ্যমে ক্যাম্পাসে ছয় ধরনের কার্যক্রম পরিচালিত হবে। এগুলো হলো ১. বুদ্ধিবৃত্তিক সৃজনশীল জ্ঞান চর্চা, ২.আবাসিক অনাবাসিক ছাত্রদের নিয়ে নিয়মিত বই পড়া, ৩.ক্লাবের সকল সদস্যদের নিয়ে সাপ্তাহিক পাঠ্যচক্র আয়োজন, ৪.ছাত্রদের একাডেমিক পড়াশুনা করা পাশাপাশি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সকল স্তরের পাঠ্যপুস্তক পাঠদান করা, ৫.ক্লাবের পক্ষ থেকে মাসিক প্রতিযোগিতা মূলক বিতর্ক আয়োজন করা ও ৬. এ ছাড়া ক্যাম্পাসে সামাজিক সাংস্কৃতিক সব ধরনের কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence