বাউবিতে ‘রিসার্চ ক্যাম্পিং-২০২৫’ অনুষ্ঠান © সংগৃহীত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের দক্ষ পেশাদাররা আরও ভালো সুযোগের আশায় দেশের বাহিরে চলে যাচ্ছে। এ ব্রেইন-ড্রেইনের কারণে ক্রমবর্ধমান দক্ষতাসম্পন্ন প্রতিভা সংকটের মুখোমুখি হচ্ছে আমাদের দেশ। এদিকে বিশ্বের শিল্পজ্ঞান রোবোটিক্সের দিকে ঝুঁকছে এবং চতুর্থ শিল্প বিপ্লব ক্রমশ উন্মোচিত হচ্ছে। প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগুলোর সাথে যুক্ত হওয়ার জন্য প্রয়োজন দক্ষ ও সুশিক্ষিত একদল কর্মীবাহিনী।’
বিশ্ববিদ্যালয়ে স্কুল অব বিজনেস কর্তৃক আয়োজিত কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণে শনিবার (৮ ফেব্রুয়ারি) ‘রিসার্চ ক্যাম্পিং-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর ক্যাম্পাসে কেন্দ্রীয় সম্মেলন হলের লেকচার গ্যালারীতে অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে শুভ উদ্বোধন করে এ সব কথা বলেন উপাচার্য।
তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন দেখতে পাচ্ছি, দেশের গুরুত্বপূর্ণ পদ পূরণের ক্ষেত্রে প্রতিনিয়ত বিদেশী কর্মী নিয়োগ করছি। বিশেষ করে শ্রীলংকা, ভারত, চীনসহ বিভিন্ন দেশ থেকে সংশ্লিষ্ট কাজে দক্ষ কর্মী নিয়ে আসছি। এর মূল কারণ হচ্ছে, বিদেশি কর্মীরা বিশেষ করে যারা ব্যবস্থাপনা ও কারিগরি ভূমিকায় রয়েছেন, তারা এমন গুণাবলী নিয়ে আসেন, যা আমরা এখানে লালন করছিনা’।
উপাচার্য আরো বলেন, ‘ভাষাগত জ্ঞান, কার্যকর যোগাযোগ পারদর্শিতা ও কারিগরি দক্ষতা ইত্যাদিতে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছেন। এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন, ভাষাগত জ্ঞান ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে নিজেদেরকে তৈরি করার ক্ষেত্রে Commonwealth Executive MBA/MPA প্রোগ্রাম নিশ্চয়ই শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে।’
প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম এবং বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও সিইএমবিএ/সিইএমপিএ প্রোগ্রামের অ্যালামনাই ড. এ কে এম মুখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, স্কুল অব বিজনেস এর ডীন অধ্যাপক ড. মোঃ মঈনুল ইসলাম।
আরো পড়ুন: জাবির ভর্তি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী আড়াই লাখ
স্বাগত বক্তব্য রাখেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও স্কুল অব বিজনেস এর অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুল অব বিজনেস এর অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও অধ্যাপক ড. কাজী মোহাম্মদ গালিব আহসান। সিইএমবিএ/সিইএমপিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, এএইচএস আহসান হাবিব, মনিরুল ইসলাম, কমান্ডার রেজাউল হাসান ও মো. সুলতান মাহমুদ। সঞ্চালনা করেন, স্কুল অব বিজনেস’র সহকারী অধ্যাপক আদিবা আনিস ও প্রভাষক নাঈমা সুলতানা।
এছাড়াও স্কুল অব বিজনেস এর অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. শাহীন আহমেদসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাউবির সিইএমবিএ/সিইএমপিএ প্রোগ্রামের ২০২ ও ২১২ ব্যাচের মোট ৮৬ জন শিক্ষার্থী ‘রিসার্চ ক্যাম্পিং-২০২৫’ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।