ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক খুলে ফেলছে জবির শিক্ষার্থীরা

ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক খুলে ফেলছে শিক্ষার্থীরা
ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক খুলে ফেলছে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক খুলে ফেলা হচ্ছে। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের দাবির মুখে এই নামফলক খুলে ফেলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা হলের নতুন নাম হিসেবে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী অথবা ফেলানী হল রাখার প্রস্তাব করেন। তবে ঠিক কার নামে এই হলের নতুন নাম হবে তা এখনো জানা যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই হলের নাম বিজয়-২৪ হল রাখার প্রস্তাব দিয়ে লিখালিখি করছেন।

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের নেমপ্লেট খুলে ফেলা হয়েছে, কমিটি নতুন নাম প্রস্তাব করলে দ্রুতই তা সিন্ডিকেটের মাধ্যমে পাশ করা হবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!