নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান চান ইবি শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন  © সংগৃহীত

২০১২ সাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালীউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধান দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী শাসনামলে ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে আমাদের প্রিয় ভাই ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসকে গুম করা হয়। তারা এখন কোথায় আছে, কেমন আছে আমরা কিছুই জানি না। বারবার দাবি জানানো সত্ত্বেও আমাদের দুই শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে স্বৈরাচারী সরকার কোনো পদক্ষেপ নেয়নি।

তারা আরও বলেন, সরকার পতনের পর গুম হওয়া অনেকে ফিরে এলেও ইবির এই দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই দুই মেধাবী শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাসে কুষ্টিয়া ফিরছিলেন ওয়ালীউল্লাহ ও মুকাদ্দাস। পথে নবীনগর এলাকা থেকে র‍্যাব ও ডিবি পরিচয়ে উঠিয়ে নেওয়া হয় তাদের। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওয়ালীউল্লাহ ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন অর্থ সম্পাদক এবং মুকাদ্দাস সাংস্কৃতিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুমের খবর অস্বীকার করে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময়ে গুমের শিকার ৭৬ জনের একটি তালিকা দেয় বাংলাদেশ সরকারকে। তালিকায় নাম আছে ওয়ালীউল্লাহ ও মুকাদ্দাসেরও।


সর্বশেষ সংবাদ