বিশ্ববিদ্যালয় স্বীকৃতির জন্য নির্বাচিত সরকার আসা পর্যন্ত অপেক্ষা তিতুমীর শিক্ষার্থীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৮ AM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২২ AM

অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় করার দাবি থেকে পিছু হটলেন তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় স্বীকৃতির জন্য তারা নির্বাচিত সরকার আসা পর্যন্ত অপেক্ষা করবেন। সোমবার রাত ৯টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কলেজটির শিক্ষার্থী লায়েক নুর মোহাম্মদ এমনটি জানিয়েছেন।
তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লায়েক নুর মোহাম্মদ বলেছেন, অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অনুরোধ করেছেন। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিলে অন্য কলেজগুলোও আন্দোলনে নেমে যাবে। তখন পরিস্থিতি সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হবে। তাই আমরা নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির জন্য অপেক্ষা করব।
সোমবার রাত ৯টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামান মহাখালী রেলক্রসিং এলাকায় গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল। তাঁরা দুজন শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান।
এ সময় যুগ্মসচিব মো. নুরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এর আগে মন্ত্রণালয়ের প্রতিনিধি, কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। তবে বাকি ছয় দফায় যেসব বিষয় রয়েছে সেগুলোর বিষয়ে আগামী সাত দিনের মধ্যে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
রাত পৌনে ১০টায় সড়ক ছাড়েন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রেলপথও সচল হয়। পরে আটকে থাকা দুইদিকের ট্রেনই চলাচল করতে দেখা যায়।
শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে কমিটি গঠনের বিষয়ে লায়েক নুর মোহাম্মদ বলেন, এ কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ও কলেজ পরিচালনা করবে। আমরা কি এ সিদ্ধান্তের সঙ্গে সবাই একমত?’ তখন শিক্ষার্থীরা ‘হ্যাঁ’ বলে সাড়া দেন।
এ সময় তিনি আরও বলেন, আমরা আন্দোলন সাত দিনের জন্য স্থগিত করছি। মন্ত্রণালয় যেসব আশ্বাস দিয়েছে তা বাস্তবায়নে কার্যকর অগ্রগতি না দেখলে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে আমরা আবারও আন্দোলনে নামব।
এ আগে তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে আজ সোমবার পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের মূল ফটকের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে তাঁরা সড়কটি আটকে দেন।
একইদিনে মহাখালী-গুলশান লিংক রোড অবরোধ করেন তারা। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে রোগী এবং নারীরা।