কুবিতে বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা উদযাপিত

কুবিতে সরস্বতী পূজা উদযাপিত হয়
কুবিতে সরস্বতী পূজা উদযাপিত হয়  © টিডিসি

জ্ঞান, বিদ্যা ও সংগীতের দেবী শ্রী শ্রী সরস্বতীর আরাধনায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সরস্বতী পূজা। বাণী অর্চনার মধ্য দিয়ে শুরু হওয়া এই ধর্মীয় উৎসব পূজার্চনা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মাধ্যমে পরিপূর্ণতা পায়।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এ আয়োজন সম্পন্ন হয়।

পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌরভ বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল। এ ছাড়া পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী, অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন মজুমদার, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা পূজায় অংশ নেন।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি: কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত থাকবে

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস বলেন, ‘প্রক্টরিয়াল বডির সার্বিক সহযোগিতায় আমরা আনন্দঘন পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করেছি। শিক্ষক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফলে পূজার সব আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও আমরা একইভাবে এ উৎসব আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বর্ণিল সাজে সজ্জিত পূজামণ্ডপ, সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর উৎসবের আমেজ বিরাজ করে। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।


সর্বশেষ সংবাদ