সড়ক ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা, রাত ১১টায় নতুন কর্মসূচি ঘোষণা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৪ PM

প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধের অবরোধ তুলে নিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার পর মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান তারা। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, রাত ১১টায় জরুরি সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
তিতুমীর ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এর আগে, সন্ধ্যায় শিক্ষামন্ত্রী অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের মন্তব্যের প্রতিবাদে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।
অবশেষে, আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেওয়ার পর ডিএমপির ট্র্যাফিক গুলশান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।