শিক্ষা উপদেষ্টা

তিতুমীরকে বিশেষ বিবেচনার কথা বলিনি, এটা এডিট করা হয়েছে

পিছনে শিক্ষামন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি পাশে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
পিছনে শিক্ষামন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি পাশে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ  © টিডিসি সম্পাদিত

তিতুমীর কলেজকে বিশেষ বিবেচনার কোনো কথা বলেননি বলে জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে তার লেখায় বিশেষ বিবেচনা শব্দটি ছিল না বলে ও উল্লেখ করেন তিনি। রোববার (০২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।  

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে একই স্থানে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ সময় পরিকল্পনা সচিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, তার লেখা সচিব মহোদয় এডিট করেছেন বলে মনে হয়। বিশেষ বিবেচনার কোনো কিছুই তিনি বলেননি।  

দাবির মুখে সরকার আর কোনো নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, সময় বেঁধে দিয়ে দাবি জানানো যৌক্তিক নয়। দাবির মুখে সরকার এমন কোনো অযৌক্তিক সিদ্ধান্ত নেবে না, যার সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।  

তিনি আরও জানান, সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের আদলে গড়ে তোলার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, এবং তারা কাজ করছেন। দেশের মোট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অর্ধেকই গঠিত হয়েছে সর্বশেষ সাত বছরে, যা বিশ্বে এক অনন্য রেকর্ড।  

আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন করা ভালো, তবে পরীক্ষাও দিতে হবে। যারা নিয়মিত ক্লাস করতে চায় এবং জনদুর্ভোগ যেন না হয়, সেদিকে নজর রেখে কর্মসূচি দেওয়া উচিত।

প্রসঙ্গত, গত শনিবার (০১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতি জানিয়েছে, ‘সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। এই মর্মে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।’


সর্বশেষ সংবাদ