বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে জবিতে মানববন্ধন

হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন
হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন  © টিডিসি ফটো

বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের ‘হিউম্যান রাইটস সোসাইটি’। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এসময় হিউম্যান রাইটস সোসাইটির নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিন ছিলেন। এ সময় ‘জবাব চাই, হত্যার বিচার চাই। স্টপ এক্সট্রা জুডিশিয়াল কিলিং’ নানা লেখা সম্বলিত প্ল্যাকার্ড তাদের হাতে দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট শাসন অবসানের পরেও দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো ভাবেই কাম্য নয়। কুমিল্লায় তৌহিদুল হত্যাকাণ্ড দেশে মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার একটি নজির। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও মানবাধিকার নিশ্চিতের আহ্বান জানানো হয়। পাশাপাশি নাগরিক অধিকার নিশ্চিত করাসহ নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পরে আমরা চেয়েছিলাম বিচার বহির্ভূত হত্যা বন্ধ হবে কিন্তু এখন তার বিপরীত পরিবেশ। যুবদল নেতা তৌহিদুল ইসলামকে তুলে নিয়ে কোন অধিকারে কোন আইনে তার উপর জুলুম চালানো হলো। এখনও কেনো বিচার বহির্ভূত হত্যা হয়? আমরা যে মানবাধিকার চেয়েছিলাম, যে সংস্কার চেয়েছিলাম তা পাচ্ছি না। ফ্যাসিস্টরা যে এখনও তাদের তৎপরতা চালাচ্ছে এটা কীভাবে হয়?। আমারা বিগত ফ্যাসিস্ট শাসনামলে অসংখ্য গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু সেই সংস্কৃতি এখনও রয়ে গেছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন।


সর্বশেষ সংবাদ