ঢাবির সঙ্গে সাত কলেজের পৃথকীকরণ হবে ‘সম্মানজনক’

২৭ জানুয়ারি ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
(ঢাবি) এবং অধিভুক্ত ৭ কলেজের লোগো

(ঢাবি) এবং অধিভুক্ত ৭ কলেজের লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং অধিভুক্ত ৭ কলেজের মধ্যে ‘সম্মানজনক’ পৃথকীকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  এর মাধ্যমে ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল হচ্ছে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাবি উপাচার্যের সভাপতিত্বে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নেয়া সিদ্ধান্তগুলো হলো:

১. ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজের মধ্যে সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

২. পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে চলতি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে সাত কলেজের নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী শিক্ষাবর্ষের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।

৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের ভর্তি কার্যক্রম, আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটিকে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে।

৫. বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাত কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা যাতে না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ দায়িত্বশীল থাকবে।

শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সভায় সকলকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন আব্দুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রাশেদা ইরশাদ নাসির, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ আব্দুলাহ আল মামুনসহ বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দীন আহমেদ, হিসাব পরিচালক সাইফুল ইসলাম, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আমজাদ হোসেন শিশির এবং সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

বাউফলে দুই বান্ধবীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ 
  • ১১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় কমিউটার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলে চোর সন্দেহে স্বামী-স্ত্রী আটক
  • ১০ জানুয়ারি ২০২৬
হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে:…
  • ১০ জানুয়ারি ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ৩ জনের নাম…
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাবি ক্যাম্পাসে প্রায় ১৫০০ কম্বল বিতরণ শিবিরের
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9