তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ © টিডিসি ফটো
অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাবিত রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে তিতুমীর কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় কলেজের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মহাখালীর টিভি গেট প্রদক্ষিণ করে আমতলীতে গিয়ে সড়ক অবরোধের মাধ্যমে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এতে আমতলী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রশাসন শুরু থেকেই আমাদের সঙ্গে তালবাহানা করছে। এর ফলে আমরা শুরুতেই সেশনজটে পড়েছি। প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও দাবি বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
শিক্ষার্থীরা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে এবং প্রয়োজনে পুরো ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।