জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকছে রাজশাহীর ৪ কলেজ ভর্তি পরীক্ষা
- রাজশাহী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
রাজশাহীর চারটি সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে চলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তকরণ কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবুল কাশেম আজ বুধবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই চার কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার প্রক্রিয়া এখনো কার্যকর হয়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, অধিভুক্ত কলেজগুলোর ভর্তি কার্যক্রম সম্পর্কে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিকে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. যহুর আলী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা ইতোমধ্যে নোটিশ পেয়েছি এবং পূর্বের নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু করেছি।
প্রসঙ্গত, রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ এবং রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় গত বছর উদ্যোগ নিয়েছিল। তবে নানা কারণে সেই কার্যক্রম এখনো সম্পন্ন হয়নি। ফলে কলেজগুলোর চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগের নিয়মেই পরিচালিত হবে।