অবশেষে ক্লাসরুম ফিরে পেল ইবির ইসলামের ইতিহাস বিভাগ
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
টানা দুইদিন যাবত ক্লাসরুমের সুষ্ঠু বণ্টনের দাবিতে মেইন গেট তালাবদ্ধ করে আন্দোলনের পর অবশেষে নিজেদের নামে বরাদ্দকৃত শ্রেণিকক্ষ ফিরে পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দেন বিভাগের শিক্ষার্থীরা। ফলে নির্ধারিত সময়ে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বাসসমূহ আটকে পড়ে।
পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা এবং প্রক্টরিয়াল বডি এবং দুই বিভাগের সভাপতির উপস্থিতিতে সমাধানে পৌঁছালে বিভাগের সভাপতির আহ্বানে প্রায় ১ ঘণ্টা পর গেটের তালা খুলে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, এক বিভাগের নামে বরাদ্দকৃত ক্লাসরুম অন্য বিভাগের দখল করে রাখার সমস্যা শুধু বিভাগ কেন্দ্রিক নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের সমস্যা। গতকাল শনিবার আন্দোলনের পর তাদের আশ্বাস দেওয়া হয়েছিলো যে, আজকে সকাল ১১টা ৫ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের তৃতীয় তলায় ইসলামের ইতিহাসের সংস্কৃতি বিভাগের নামে বরাদ্দকৃত শ্রেণিকক্ষ বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু বিকেল পর্যন্ত প্রশাসন এ নিয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় আজকে আবার মেইন গেটে তালা ঝুলিয়ে দেন তারা। আমাদের আজকে বলা হয়েছে এক্ষুনি আমাদেরকে বরাদ্দকৃত শ্রেণিকক্ষগুলো বুঝিয়ে দেয়া হবে। এরপরও যদি প্রশাসন তাদের কথা রাখতে ব্যর্থ হয় তবে আমরা পুরো বিশ্ববিদ্যালয় শাট ডাউন করতে বাধ্য হবো।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, আমি এখনই উপ-উপাচার্য মহোদয়ের সাথে কথা বলে এসেছি। আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ রবীন্দ্র-নজরুল ভবনের পূর্বপার্শ্বে সম্পূর্ণ ফ্লোর নিয়ে থাকবে এবং আমরা পশ্চিম পাশের সম্পূর্ণ ফ্লোর নিয়ে থাকবো। আমাদের এখানে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের যা জিনিসপত্র রয়েছে তা আগামীকালের মধ্যে স্থানান্তর করা হবে এবং আমরা আজকে বিকেলের মধ্যেই আমাদের শ্রেণিকক্ষে জিনিসপত্র রাখবো।