শেখ হাসিনাকে এনে অবশ্যই প্রাপ্য শাস্তি দেওয়া হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব 

১৮ জানুয়ারি ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম © টিডিসি ফটো

শেখ হাসিনাকে খুঁজে এনে অবশ্যই তার প্রাপ্য শাস্তি দেয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার হোক বা পরবর্তী যে সরকারই আসুক না কেন আমাদের প্রধান কাজ হবে শেখ হাসিনাকে দেশে এনে তাকে তার প্রাপ্য শাস্তির আওতায় আনা। এজন্য অবশ্যই বৈদেশিক চাপ প্রয়োগ করতে হবে। 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব তার বক্তব্যে দেশের পূর্ব এবং বর্তমান দৃশ্য তুলে ধরার সাথে সাথে শেখ হাসিনাকে দেশে এনে তার প্রাপ্য শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন। তিনি আরো বলেন, যে যে রাজনৈতিক সংগঠন আছে তারা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা এবং সমালোচনা করবে কারণ আমাদের জানতে হবে আমরা কেমন দেশ পেতে যাচ্ছি। এজন্য আমাদের দেশের অবস্থা জানতে হবে। একটা ভঙ্গুর দেশ থেকে দেশটাকে সুগঠিত করতে অবশ্যই সবার এগিয়ে আসতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি প্রফেসর ড. রশিদুজ্জামানের সভাপতিত্বে এবং সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হোসাইন আল মামুন এবং আলোচক হিসেবে ছিলেন বাসসের বিশেষ সংবাদদাতা এস. এম রাশিদুল ইসলাম। 

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হওয়া সেমিনারে বক্তব্য রাখেন শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ। এসময় বক্তারা বিগত সরকারের আমলে নৈতিকতা বিবর্জিত সাংবাদিকতা থেকে বেরিয়ে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে সুস্থ গণমাধ্যমের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। 

ট্যাগ: ইবি
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: ড. মাহাদী আমিন
  • ২১ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে পে-কমিশনের সভা শুরু দুই ঘণ্টা দেরিতে
  • ২১ জানুয়ারি ২০২৬
এসইউবিতে ‘এফেক্টিভনেস অব এআই ইন এডুকেশন’ শীর্ষক সেমিনার অনু…
  • ২১ জানুয়ারি ২০২৬
রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী
  • ২১ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!
  • ২১ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বেন কত জন
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9