জবি ইস্যুতে মন্ত্রণালয়ের সভা বুধবার, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৩ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অনশন

তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অনশন © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে সভার আহ্বান করা হয়েছে। আজ সোমবার মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ শিবলী  স্বাক্ষরিত এক নোটিশে এ সভার আহ্বান করা হয়। তবে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

নোটিশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের আওতাধীন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা আগামী ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে এ বিভাগের সভাকক্ষে (কক্ষ নং- ১৮১৫, ভবন-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচি সম্পর্কে বলা হয়, প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অগ্রগতি পর্যালোচনা ও বিবিধ আলোচনা।

আরও পড়ুন: বাকৃবির হলে গেস্টরুমে নবীনদের উদ্ভট শাস্তি, ২৭ শিক্ষার্থী বহিষ্কা

এদিকে, শিক্ষার্থীরা এ আশ্বাসে ঘরে ফিরে যেতে রাজি নন। তারা বুধবারেই যেন সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তর হয় এবং সেটির নিশ্চয়তা লিখিত আকারে চান।

অনশনরত ১৪ ব্যাচের শিক্ষার্থী মাকসুদ বলেন, ‘আগেও এমন অনেক সভা মিটিং হয়েছে, কাজ হয়নি। দুই মাস আগেও আমাদের সময় দিয়েছে কাজ করেনি। আমরা এমন সময় দেওয়া আর মানি না। আমাদের কাজ হস্তান্তর হবে তারপর আমরা আন্দোলন শেষ করব।’

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬