শিক্ষার্থীদের অনশন ভাঙতে যে ৪ আশ্বাস দিল জবি প্রশাসন
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান অনশনে ভাঙতে ৪টি আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার (১২ জানুয়ারি) রাত ১০টার পর বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক অনশনস্থলে গিয়ে বিষয়টি জনিয়েছেন।
এসব আশ্বাসের মধ্যে রয়েছে-
১) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটি আগামী তিন মাসের মধ্যে সেনাবাহিনীর নিকট প্রকল্প হস্তান্তর করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের সকল প্রক্রিয়া সম্পন্ন করবে।
২) আগামী ৭ কার্যদিবসের মধ্যে শহীদ হাবিবুর রহমান হল ও বাণী ভবনে অস্থায়ী আবাসনের প্ল্যান ইউজিসিতে পাঠানো হবে।
৩) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আবাসনের অস্থায়ী ব্যবস্থা গ্রহণ অথবা ৭০% শিক্ষার্থীর আবাসিক ভাতার ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট দারি জানানো হবে।
৪) প্রকল্পের সকল বিষয় সম্পর্কিত পদক্ষেপের বিষয়ে ছাত্রদের প্রতিনিধি নিয়ে ‘ছাত্র বিষয়ক কমিটির’ সমন্বয়ে গঠিত কমিটি অংশগ্রহণ করবে।
এসময় প্রক্টর বলেন, আমি তোমাদের শিক্ষক হিসেবে বলছি তোমরা প্লিজ অনশন শেষ করো। প্রয়োজনে আন্দোলনের অন্য আরও পদ্ধতি আছে সেগুলো ফলো করো। তবুও তোমাদের অসুস্থ হয়ে যাওয়া আমরা সহ্য করতে পারছি না।
তিনি আরও বলেন, আমরা অস্থায়ী আবাসন দিতে অনেক কাজ করেছি। দ্বিতীয় ক্যাম্পাসে আমরা ৭ একর জায়গায় অস্থায়ী আবাসন করবো। সব কিছু প্রক্রিয়ার মধ্যে আছে।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে রায়হান রাব্বি বলেন, আমরা আন্দোলনরত যারা আছি তারা আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।