রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 'নেক্সাস অব উইট' প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ জানুয়ারি ২০২৫, ১২:৫২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
 রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে 'নেক্সাস অব উইট' প্রতিযোগিতা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে 'নেক্সাস অব উইট' প্রতিযোগিতা © সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'নেক্সাস অব উইট' আইডিয়েশন প্রতিযোগিতা। দেশব্যাপী ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিম 'ক্র্যাক প্লাটুন'। ১ম রানার্স আপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিম 'এপিক নেগোসিয়েটর'  এবং ২য় রানার্স আপ হয়েছে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিম 'প্রেশার কুকার'।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক প্রশান্ত কুমার পোদ্দার। প্রোগ্রাম চেয়ার হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট মো.সাব্বির হোসেন। 

প্রতিযোগিতাটির আয়োজক হিসেবে ছিল বিদেশে উচ্চশিক্ষা প্রার্থীদের সহায়তাকারী প্রতিষ্ঠান 'রেডি টু স্টাডি'। টেকনিক্যাল পার্টনার হিসেবে যুক্ত ছিল 'সিকদার এক্স'। প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার ছিল 'দ্যা ডেইলি ক্যাম্পাস', 'রাইজিং বিডি' ও 'এশিয়ান টিভি'। 

দেরিতে আসা অফিস সংস্কৃতির ভিড়ে সবার আগে হাজির হন যিনি
  • ৩০ জানুয়ারি ২০২৬
‘আমার ভোট আমি যেকোনো কেন্দ্র থেকে দিতে পারছি না কেন, বাধ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের জন্য কুবি শিবিরের ‘শহীদ ওসমান হাদী’ গার্ডিয়ান …
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেরপুরে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত বাংলাদেশ
  • ৩০ জানুয়ারি ২০২৬