এবার গুচ্ছে থাকার পক্ষে ইবিতে গণস্বাক্ষর কর্মসূচি 

০৬ জানুয়ারি ২০২৫, ০২:৪৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
ইবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

ইবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি © টিডিসি ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে ইসলামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। গণস্বাক্ষর গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেবেন তারা। 

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ঝালচত্বরে গুচ্ছে থাকার পক্ষে এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা৷ এসময় প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী ইবিকে গুচ্ছে রাখার পক্ষে স্বাক্ষর করেন। 

শিক্ষার্থীদের দাবি, ইবি গুচ্ছ থেকে বেরিয়ে গেলে শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হবে। প্রতিটি ইউনিটে আলাদা আলাদা আবেদন করতে বিরাট অংকের টাকা লাগবে যা মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পক্ষে বহন করা সম্ভব না।  গুচ্ছ ভর্তিতে মাত্র ১৫০০ টাকাতেই আবেদন করা যাচ্ছে। এছাড়াও, গুচ্ছের মাধ্যমে পরীক্ষা নিলে দেশের সকল প্রান্তের শিক্ষার্থীরা ইবিতে আসবে যা গুচ্ছ থেকে বেরিয়ে গেলে সম্ভব না। একজন শিক্ষার্থী তার বাড়ির কাছের কেন্দ্রে পরীক্ষা দিতে পারে এতে তাদের সময় এবং যাতায়াতের ভোগান্তি কম হয়। গুচ্ছ থেকে ইবি বেরিয়ে গেলে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হবে। 

আইন বিভাগের শিক্ষার্থী মির্জা শাহরিয়ার বলেন, গুচ্ছের কারণে সারাদেশের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। এতে প্রতিযোগিতা বাড়ে, মানসম্মত শিক্ষার্থীদের পাওয়া যায়৷ একই প্রশ্নের প্যাটার্নে তারা অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারে। এতে প্রস্তুতি সহজ হয়, যাতায়াত খরচ, আবেদন ফি এগুলোর টাকাও বেচে যায়৷ গুচ্ছে আসার কারণে সেশনজট বেড়ে যাওয়ার একটা অযৌক্তিক যুক্তি দেওয়া হয়৷ আমরা বলতে চাই, সেশনজট বেড়েছে করোনার কারণে, গুচ্ছের আগেও ইবিতে সেশনজট ছিলো; আর গুচ্ছের কারণে সেশনজট সৃষ্টি হলে যবিপ্রবি, শাবিপ্রবি, জবি, খুবি এদেরও সেশনজট থাকতো। স্বতন্ত্রতার কথা বলতে যেয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী যে বঞ্চিতের শিকার হচ্ছে, সে বিষয়ে কেও কথা বলছে না৷ আমরা চাই ইবি গুচ্ছেই থাকুক, শিক্ষার্থীদের ভোগান্তি কম হোক। 

আজ থেকে শুরু কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
  • ২৬ জানুয়ারি ২০২৬
সোমবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬