লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চর্চার বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির চর্চার বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশে শিক্ষার্থীরা

দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির চর্চার বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কতিপয় শিক্ষার্থীদের দ্বারা ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির চর্চা ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে তাঁরা। এ সময় ‘ক্যাম্পাসে রাজনীতি চলবে না চলবে না, হল দখল মারামারি মানিনা মানবো না, ক্যাম্পাসে রাজনীতি কেনো! প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, জুলাই-২৪ বিপ্লবের ৯ দফার (পরবর্তী ১ দফা) অন্যতম দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি থাকবে না। গত কয়েকদিনে যবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদল সফলভাবে দুইটি প্রোগ্রাম সম্পন্ন করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিক। আজ আমাদের বিক্ষোভ মিছিল কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে নয়। কোনো রাজনৈতিক দল রাজনীতি করবে স্বাভাবিক কিন্তু ক্যাম্পাস ভিত্তিক ছাত্ররাজনীতি আমরা চাই না। এক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্য থেকে ক্যাম্পাসে ছাত্র সংসদ গঠন হতে পারে উৎকৃষ্ট সমাধান।

এদিকে ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি. বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সকল প্রকার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী রাজনীতি নিষিদ্ধ। কোনো ব্যক্তি যদি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই রাজনীতি নিয়ে আসার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। 

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবীব শান, আবু সাইদ, সজিব বৈদ্য, আলিফ, জসিম, রাতুল, ফয়সাল আহমেদ সহ আরও অনেকে।

প্রসঙ্গত, যবিপ্রবিতে ছাত্রদলের কোনো কমিটি না থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে যবিপ্রবি ছাত্রদলের ব্যানারে বিশ্ব মানবাধিকার দিবসে বিগত ১৫ বছরে গুম খুনের বিচার চেয়ে মানববন্ধন ও শহীদ বুদ্ধিজীবী দিবসে স্থিরচিত্র প্রদর্শনী করে একদল শিক্ষার্থী।

রাজশাহীকে হতাশায় ডুবিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
  • ২০ জানুয়ারি ২০২৬
এনসিপির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের বৈঠক
  • ২০ জানুয়ারি ২০২৬
র‌্যাম্পে হাঁটল পোষা প্রাণী—ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন উদ্যোগ …
  • ২০ জানুয়ারি ২০২৬
চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এনসিপি’র, জায়গা পেলেন যারা
  • ২০ জানুয়ারি ২০২৬
১২ তারিখে ভোট হবে কিনা, এ নিয়ে গুজব ছড়াচ্ছে একটি চক্র: তথ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
এবার এনসিপি নেতার আসনের জামায়াত প্রার্থী ‘অবরুদ্ধ’, প্রত্যা…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9