নতুন প্রো-ভিসি ও ট্রেজারার পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

ড. এম এয়াকুব আলী ও অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম
ড. এম এয়াকুব আলী ও অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রো-ভিসি ও ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান পরিবহন প্রশাসক ও আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। 

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলামের স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের বিষয়টি জানানো হয়। 

পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর ১১ (ক) (১) ধারা অনুসারে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এবং একই আইনের ১২(১) ধারা অনুযায়ী অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ট্রেজারার পদে আগামী ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাঁদের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর, পদে থাকাকালীন তাঁরা তাঁদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন; বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, নিয়োগের চিঠি হাতে পেয়েছি। প্রতিটা দপ্তরে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। 

নবনিযুক্ত প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন,  সততার সাথে কাজ করতে চাই। দায়িত্ব পাওয়ার পর আমার প্রথম কাজ হবে সেশনজট দূর করে যাবতীয় বৈষম্য নিরসন করা।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের দিকে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করছি। 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেন শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৮ আগস্ট স্ব স্ব পদ থেকে পদত্যাগ করেন তারা। পদ দুটি শূন্য হওয়ার ১১৬ দিন পর ইবির প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগদান হলো। 

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence