ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে জাবিতে মানব পতাকা প্রদর্শন

২৯ নভেম্বর ২০২৪, ০৮:০০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
জাবিতে মানব পতাকা প্রদর্শন

জাবিতে মানব পতাকা প্রদর্শন © সংগৃহীত

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিলিস্তিনের মানব পতাকা প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।  আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

পতাকা প্রদর্শনের আগে একই স্থানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম. মাহফুজুর রহমান বলেন, ‘আমি ছাত্র থাকার সময় থেকে দেখে আসছি, গোটা বিশ্বে মুসলিম নিধনের অন্যতম শিকার হলো ফিলিস্তিনিরা। এই নৃশংস গণহত্যায় ইসরাইল যতটা দায়ী, তার চেয়ে বেশি দায়ী ইসরাইলকে যারা শক্তিশালী করেছে। গোটা মুসলিম উম্মার প্রতি আহ্বান করছি, মুসলিমদের বিরদ্ধে সকল অপশক্তিকে রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘ফ্রেঞ্চ-ব্রিটিশ এবং আমেরিকানরা আরবদের ভূমি দখল করে ইউরোপ থেকে জায়ানিস্ট উগ্র গোষ্ঠী এনে সেখানে স্থাপনের চেষ্টা করেছে। তারা আরবদের ভূমি দখল করেছে, বসতি দখল করেছে। ফিলিস্তিনকে এই হঠকারিতা থেকে রক্ষা করতে হামাস, হিজবুল্লাহ’র মতো বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জুলুমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।’

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, ‘ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে, সেটির একটা ছাপ আমরা এই অঞ্চলেও দেখতে পাই। এ অঞ্চলে ভারতীয় আধিপত্যবাদ যেভাবে আমাদের ওপর জেঁকে বসেছে, আমরা সে আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে চাই। আমরা ফিলিস্তিনের সকল শিশু-যুবকের সঙ্গে সুর মেলাতে চাই।’

তৌহিদ সিয়াম আরও বলেন, ‘ইসরায়েলের জায়নবাদ থেকে শুরু করে এই অঞ্চলে ভারতের আধিপত্যবাদ সবকিছু থেকে আমরা মুক্তি চাই। জুলাই অভ্যুত্থান থেকে শক্তি সঞ্চয় করে আমরা সকল আধিপত্যবাদকে রুখে দিতে চাই।’

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, ইতিহাস বিভাগের অধ্যাপক খো. লুৎফুল এলাহী, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাফর ইমাম ও নাকিব আল মাহমুদ অর্ণব প্রমুখ বক্তব্য রাখেন।

 

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬