সংঘর্ষে না জড়ানোয় শিক্ষার্থীদের প্রশংসা করল জবি প্রশাসন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০৩ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০৩ PM
ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষ এবং উস্কানিমূলক পরিস্থিতিতে না জড়ানোয় শিক্ষার্থীদের প্রশংসা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আজ সোমবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।
নোটিশে বলা হয়, ‘বিগত কয়েকদিনে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষ এবং উস্কানিমূলক পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে না জড়িয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। স্মরণে রাখা প্রয়োজন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন’। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে যে কোনো ধরণের পরিস্থিতিতে সংযম প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হলো।’
এদিকে পুরান ঢাকার কয়েকটি প্রতিষ্ঠানে ব্যাপাক ভাঙচুরের প্রতিবাদে আজ সোমবার (২৫ নভেম্বর) ‘মেগা মানডে’ ঘোষণা করে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী, দুপুরে জড়ো হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা-ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আহত হয়েছে শতাধিক। ৩ ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে তিনজন নিহত হওয়ার দাবিও করেছে মাহবুবুর রহমান মোল্লা কলেজে কর্তৃপক্ষ।