নাহিদ ইস্যুতে জবিতে সংবাদ সম্মেলন, যা জানালেন আন্দোলনকারীরা

১৩ নভেম্বর ২০২৪, ০৪:৫২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা

জবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের স্লোগানকে কেন্দ্র করে দেশব্যাপী অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 'সব শালারা বাটপাড়, আর্মি হবে ঠিকাদার' স্লোগান জবি প্রশাসনকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে নয় বলে জানিয়েছেন তারা।

আজ ১৩ নভেম্বর (বুধবার) দুপুর ১ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনের আহ্বায়ক তৌসিফ মাহমুদ সোহান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২য় ক্যাম্পাস আন্দোলন শুরু হওয়ার পর, মিছিলের জন্য বিভিন্ন স্লোগান তৈরি হয়। তার অংশ হিসেবে ২রা নভেম্বর একটা স্লোগান যোগ করা হয়,‘আর্মি হবে ঠিকাদার, সব শালারাই বাটপাড়।’

তিনি বলেন, ‘স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে। কারণ গত ৬বছরে তারা ২য় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি, প্রকল্পের মেয়াদ ৪ বার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি বরং তারা নিজেদের পকেট ভারী সহ রীতিমতো পুকুরচুরির ঘটনা ঘটিয়েছে। যা কোনো ভাবেই উপদেষ্টা নাহিদ কিংবা এই অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘কিন্তু দুঃখের বিষয় হলো সাবেক স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা এটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাদের স্পষ্টভাবে বলতে চাই আপনারা ঐক্যের ফাটল ধরাতে পারবেন না। আমরা দেশের স্বার্থে স্বৈরাচার, দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে এক ও অদ্বিতীয়।’

আন্দোলনের অন্যতম সংগঠক এ কে এম রাকিব বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে নাহিদ ভাইয়ের সাথে সেদিনই কথা বলেছি। তিনি আমাদের সতর্ক থাকতে বলেছেন। মূলত কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে।’

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬