৫ দফা দাবি পূরণে অনিচ্ছা

জবির প্রশাসনিক ভবন অবরোধ করলেন শিক্ষার্থীরা

১২ নভেম্বর ২০২৪, ০৪:০৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
প্রশাসনিক ভবন অবরোধ করেছেন জবি শিক্ষার্থীরা

প্রশাসনিক ভবন অবরোধ করেছেন জবি শিক্ষার্থীরা © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ দফা দাবি পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিচ্ছা ও মন্ত্রণালয় বরাবর কোনো চাওয়া না জানানোয় প্রশাসনিক ভবন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সভা শেষ করে এসে শিক্ষার্থীরা এসব অভিযোগ করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটের বাস আটকে রাখেন।

৫ দফা আন্দোলনের সংগঠক রাকিব ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চায় না যে অস্থায়ী আবাসন হোক। যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চায় না দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে যাক, সেই প্রশাসন আমরা চাই না।’

তিনি বলেন, ‘এমন চাটুকার ভিসি, চাটুকার ভিসি ভবন আমাদের লাগবে না। এখন থেকে ভিসি ভবন তালাবদ্ধ থাকবে।’

আরও পড়ুন: তিন দিনের মধ্যে জবি শিক্ষার্থীদের সব দাবি পূরণের আশ্বাস উপদেষ্টা নাহিদের

এক প্রশ্নের জবাবে রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত সময়ে মন্ত্রণালয়ের কাছে কিছুই চায়নি। মন্ত্রণালয় আমাদের জানিয়েছে যদি বিশ্ববিদ্যালয় থেকে এমন কিছু দাবি করতো আমরা সেটা দিতাম। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে তো কোনো কিছুই চাওয়া হয়নি। অথচ আমাদের ভিসি স্যার বলে আসছেন তারা নাকি অস্থায়ী আবাসন ও সেনাবাহিনীর হাতে কাজ দিতে কাজ করে যাচ্ছে। এই প্রশাসন জগন্নাথের জন্য লজ্জার।’

আন্দোলনকারী এক শিক্ষার্থী সোহান বলেন, ‘এত দিন আমাদের আইওয়াশ করেছে। এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু দাবিই করেনি। আমরা এখনই লিখিতভাবে আমাদের দাবি গুলো পূরণের ব্যাপারে জানতে চাই।’

এর আগে গতকাল (১১ নভেম্বর) ৫ দফা দাবিতে সচিবালয় ঘেরাও করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬