ডেঙ্গু কেড়ে নিল ঢাকা কলেজ শিক্ষার্থীর প্রাণ

১১ নভেম্বর ২০২৪, ১০:২০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© টিডিসি ফটো

ঢাকা কলেজের স্নাতক পড়ুয়া এক শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়িতে আসার পরে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ওই শিক্ষার্থীর নাম শাহাদাত হোসেন লিটন। তিনি কলেজের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়।

নিহত লিটনের সহপাঠী জিহাদ হোসাইন জানান, আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা লিটনের অকাল মৃত্যুতে শোকাহত। লিটনের বাবা মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পাচ্ছি না। লিটনের মামি জানায় লিটন নিজ বাড়ি গৌরীপুরে ছিল। 

তিনি আরও বলেন, গত তিনদিন ধরে জ্বর পরে আজকে সকাল বেলা তার শরীর ফুলে গিয়েছিল। এরপর তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ইনজেকশন দিয়েছে এরপর শরীর খুব জালাপোড়া করছিলো তখনও লিটন বলে আমি বাড়িতে চলে যাবো ঘুমাইতে পারছি না। সন্ধ্যা ৬টার দিকে বাড়িতে নিয়ে আসার ১০/১৫ মিনিট পরে মারা গেছে।

নিহত লিটনের শিক্ষক ঢাকা কলেজ বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফেরদৌসী হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লিটনের মৃত্যুর খবরটি জেনেছি। ছেলেরা তার বাড়িতে যাওয়ার উদ্যোগ নিয়েছে। ওর সহপাঠী সুমন বসুনিয়া এটা নিয়ে কাজ করছে।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ জানায়, শাহাদাত হোসেন লিটন ডেঙ্গু রোগে ভর্তি হয়নি; ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছিলেন তিনি। এরপর ডাক্তার না দেখিয়ে বাড়িতে চলে যায় লিটন।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬