তিন দাবিতে এবার সচিবালয় ঘেরাও করলেন জবি শিক্ষার্থীরা
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০২:৪৬ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৩:২১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিসহ তিন দফা ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের সামনের সড়ক অবরোধের পর এবার সচিবালয় অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সোমবার (১১ নভেম্বর) বেলা দুইটার দিকে এ অবরোধ শুরু করেন তারা।
এর আগে শিক্ষা ভবন অবরোধ করে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গেলে সেখানে বাধার মুখে পড়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, সচিবালয়ের গেট থেকে একজন লোক পাঠিয়ে স্মারকলিপি গ্রহণ করতে চান। কিন্তু শিক্ষা সচিব বা উপদেষ্টা কেউ তাদের সঙ্গে দেখা করার সুযোগ দেননি। কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে এসে সচিবালয় ঘেরাও করেন।
আরও পড়ুন: জবিতে র্যাগিংয়ের অভিযোগ পেলেই বহিস্কার
উল্লেখ্য, তিন দফা দাবিতে ১ সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তিনটি দাবি হলো স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দূর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসাবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল ), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সব অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।