চতুর্থ দিনের মতো ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা 

চতুর্থ দিনের মতো ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা।
চতুর্থ দিনের মতো ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা।  © টিডিসি

টানা চতুর্থ দিনের মতো ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রতার প্রতিবাদে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এবং গত শনি (২১ সেপ্টেম্বর) ও রবিবার (২২ সেপ্টেম্বর) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে ক্যাম্পাসের ঐতিহাসিক বটতলার প্রাঙ্গণে সমবেত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে গিয়ে প্রায় আধাঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে  রাখে শিক্ষার্থীরা৷ 

আরও পড়ুনঃ ভিসি নিয়োগের দাবীতে তৃতীয় দিনের মতো উত্তাল ইবি ক্যাম্পাস

এসময় শিক্ষার্থীদের হাতে সংস্কারমনা ভিসি চাই; বিশ্বমানের ভিসি চাই, শিক্ষার্থীবান্ধব ভিসি চাই; সৎ ও সাহসী ভিসি চাই; ক্লাস চাই পরীক্ষা চাই, অবিলম্বে ভিসি চাই; ক্লিন ইমেজের ভিসি চাই লেখা সম্বলিত প্ল্যাকার্ড ফেস্টুন দেখা যায়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবীর, নাহিদ হাসান, তানভীর মন্ডল সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, উপাচার্য নিয়োগের দাবিতে আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছিলাম। কিন্তু আমাদের দাবি না মেনে এখন পর্যন্ত উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন দেওয়া হয়নি। দেশের অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ শেষ হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হচ্ছে না সেটা আমাদের জানা নাই। আমরা বারংবার আহ্বান জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের মধ্যে যদি উপাচার্য নিয়োগ দেওয়া না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া খুলনা মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে। 

প্রসঙ্গত, ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরে ৮ আগস্ট একযোগে পদত্যাগ করেন ইবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হলেও ইবিতে না হওয়ায় ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence