তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে র‍্যালি ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের শহীদ মামুন চত্তরে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘অধিভুক্ত না স্বতন্ত্র, স্বতন্ত্র স্বতন্ত্র’, ‘অধ্যক্ষ না ভিসি? ভিসি ভিসি’ ‘ঢাবির শিকল হতে মুক্তি চাই, মুক্তি চাই’ ‘তিতুমীর কি চায়?’ ‘বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়’ ‘মহাখালী কি চায়? বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়’ ‘সেশন না সেমিস্টার? সেমিস্টার, সেমিস্টার’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

মানববন্ধনে অংশগ্রহণকারী মোহাম্মদ তোফায়েল আলম নামের এক শিক্ষার্থী বলেন, ‘তিতুমীর কলেজ দক্ষিণ এশিয়ার বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠান। এর রয়েছে আলাদা ঐতিহ্য। এছাড়াও কলেজটিতে রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা যা অনেক বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত। যার পরিপ্রেক্ষিতে আমরা দাবি জানাচ্ছি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার।’

তিনি আরও বলেন, ‘ঢাবি অধিভুক্ত হওয়ায় কলেজটিতে রয়েছে নানা সমস্যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে রেজাল্ট বিলম্ব, ইয়ার সিস্টেম। যেসব সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় হয়ে গেলে দ্রুত কেটে যাবে বলে মনে করি। এ ছাড়াও ঢাবি কখনও আমাদেরকে আপন করে নিতে চায় না। প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে হেয় করে চলে। ফলবশত ঢাবির ছাত্ররাও আমাদের সাথে বৈষম্যমুলক আচরণ করে থাকে। এজন্য আমরা ঢাবি থেকে মুক্ত হয়ে নিজ শক্তিতে দাঁড়াতে চাই।’

এ বিষয়ে অন্য আরেক শিক্ষার্থী মো. মাসুম রেজা বলেন, ‘প্রথমত, তিতুমীর কলেজে ইন্টারমিডিয়েট নেই। দ্বিতীয়ত, এখানে শুধুমাত্র অনার্স ও মাস্টার্স কোর্স বিদ্যমান। এ ছাড়াও এখানে একটি সুন্দর শিক্ষার্থী বান্ধব পরিবেশ বিদ্যমান। যার ফলপ্রসুতে শিক্ষার্থীদের রেজাল্ট অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের থেকে ভালো হয়ে থাকে। এজন্য তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিক দাবি জানাচ্ছি।’

সরকারি তিতুমীর কলেজের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। পাকিস্তান আমল থেকে কলেজটি প্রায় ৫৭ বছর ধরে সোনার বাংলায় শিক্ষার প্রসার ঘটিয়ে এসেছে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলোতেও রয়েছে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

এছাড়াও কলেজটির ক্লাসরুম, পরিবহন ও আবাসন ব্যবস্থা অন্যান্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে বেশি রয়েছে। এর আগেও একবার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার গুঞ্জন উঠেছিল। কিন্তু রাজনৈতিক কারণে তা আর হয়ে উঠেনি বলে মনে করছেন অনেকে।

ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
কত আসনে নির্বাচন করবে জানালো ইসলামী আন্দোলন
  • ২১ জানুয়ারি ২০২৬
ভাটারা থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ২১ জানুয়ারি ২০২৬
করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন: নিহত ২৮, নিখোঁজ ৮১
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9