ইবির লালন শাহ হলের গণরুম বাতিল ঘোষণা

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদের আবাসিক হল লালন শাহ হলের গণরুম বাতিল ঘোষণা করেছে হল প্রশাসন। এ ছাড়া মাস্টার্স শেষ হওয়ার শিক্ষার্থীদের হাল ছাড়ার নির্দেশনা দেওয়াসহ আরও ৪টি নোটিশ দেওয়া হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালন শাহের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেনের স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এসব তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, লালন শাহ হলে অবস্থানরত সব ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অন্য হল-সংশ্লিষ্ট ছাত্র এই হলে অবস্থান করতে পারবে না। প্রতি রুমে সিটের অতিরিক্ত ছাত্র অবস্থান করতে পারবে না এবং আবাসিকতা ছাড়া কোনো ছাত্র হলে অবস্থান করতে পারবে না। লালন শাহ হলের গণরুম সম্পূর্ণভাবে বাতিল করা হলো। যেসব ছাত্রের মাস্টার্স পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে তাদের কক্ষ ত্যাগ করার জন্য বলা হলো।

যেকোনো সময় হল প্রশাসন কক্ষে অভিযান চালাবে উল্লেখ করে অভিযান চলাকালে অনাবাসিক ছাত্রদের কেউ হলে অবস্থান করলে তার বিরুদ্ধে হল প্রশাসন আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেও নোটিশে বলা হয়েছে।

এ ব্যাপারে লালন শাহ হলের প্রভোস্ট বলেন, গণরুম নামক কোনো রুমের আলাদা বৈধতা ছিল না। যেহেতু গণরুমের হিসাব আমাদের কাছে থাকে না। তাই সেখানে বহিরাগত শিক্ষার্থীরা অবস্থান করার সুযোগ পেতো। গণরুম থেকে অবৈধভাবে প্রশাসনকে অবহিত না করে খালি হওয়া রুমে ওঠে যেত। এখন যেহেতু সংস্কারের সময় এসেছে, তাই গণরুম সম্পূর্ণ বাতিল করলাম। এ ছাড়া মাস্টার্স শেষ হওয়া শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য বলেছি।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬