বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিল সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক-কর্মচারীরা

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ  © সংগৃহীত

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিলেন রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক এএমএম মেহেদী হাসান এ বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন।

তিনি বলেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের এক দিনের বেতনের টাকা প্রধান উপদেষ্টার ফান্ডে জমা দিয়েছেন।

জানা গেছে, সব শিক্ষক কর্মচারীদের একদিনের বেতন মোট দুই লক্ষ নয় হাজার তিনশত টাকা সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে ত্রাণ তহবিলে জমা দেয়া হয়।

উল্লেখ্য, দেশে চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত ৭১ জন মারা গেছেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!