কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে আটক ২

০৯ নভেম্বর ২০১৮, ০৫:০০ PM
প্রক্সি দেয়ার অভিযোগে আটক মো. মিনহাজ উদ্দিন এবং মো. মিজান

প্রক্সি দেয়ার অভিযোগে আটক মো. মিনহাজ উদ্দিন এবং মো. মিজান © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-১৯ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। পরীক্ষা চলাকালীন মো. মিনহাজ উদ্দিন নামের এক শিক্ষার্থীকে প্রক্সি পরীক্ষা (অন্য জনের হয়ে পরীক্ষা) দেয়ার অভিযোগে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে মিনহাজের দেয়া তথ্য মতে মো. মিজানকে আটক করা হয়।

শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সহ ১৫টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ কেন্দ্রের ৫০১ নং কক্ষে প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযোগে দায়িত্বরত শিক্ষক মিনহাজ নামে একজনকে আটক করে। পরে মিনহাজের দেয়া তথ্য মতে গর্ভম্যান্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্র থেকে মো. মিজানুর রহমান নামে আরেকজনকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়ে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, ‘দুইজন শিক্ষার্থীর উত্তরপত্রে ঘষামাজার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের পুলিশে সোপর্দের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) আটটি বিভাগের অধীনে ৪৫০ টি আসনের বিপরীতে ২৪ হাজার ২৩২ জন শিক্ষার্থী আবেদন করেছে। ‘বি’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৫৪ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

প্রসঙ্গত, আগামী ১০ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা এবং বিকাল ৩টা থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬