ভর্তিচ্ছুদের পদচারণায় মুখর ইসলামী বিশ্ববিদ্যালয়
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ০৫:৪০ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১২:৫৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ রবিবার। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নবীন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সব ধরণের সেবা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আবাসিক হলগুলো। পরিষ্কার করা হয়েছে ক্যাম্পাসের প্রত্যেকটি অঙ্গন। রঙ-বেরঙের আল্পনায় সাজানো হয়েছে বিভিন্ন সড়ক।
ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীদের আগমনে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এলাকাসহ প্রতিটি স্থানে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ডায়না চত্বর, শহীদ মিনার, মুক্তবাংলা ভাস্কর্য, স্মৃতিসৌধ, টিএসসি, ছাত্র-ছাত্রীদের আবাসিক হল এলাকা ভর্তিচ্ছুদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে।
এদিকে, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার স্কাউটের সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতোমধ্যে ক্যাম্পাসে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার দিনগুলোতে ক্যাম্পাসে বিএনসিসি এবং রোভার স্কাউটের পাশাপাশি থাকবে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে যেকোনো ধরনের অপরাধ দমনের জন্য সর্বদা মনিটরিং করবে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘উৎসবমুখর পরিবেশে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য আমরা এমন একটি নিরাপত্তা বলয় তৈরি করছি যেন কেউ নিরাপত্তাহীন বোধ না করে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য ক্যাম্পাসে ভ্রাম্যমান আদালতের সার্বক্ষণিক নজরদারি থাকবে। ইতোমধ্যে পোষাকধারী এবং সাদা পোষাকের র্যাব সদস্যরা ক্যাম্পাসে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণী প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রবিবার ও সোমবারে চারটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এবারে চারটি ইউনিটে ভর্তির আবেদনকারীর সংখ্যা ৪৮ হাজার ৭৫৩ জন।
প্রতিদিন মোট চার শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম শিফট সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত, দ্বিতীয় শিফট সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এরপর দুপুরে তৃতীয় শিফটের পরীক্ষা ২ট থেকে ৩টা এবং চতুর্থ শিফটের পরীক্ষা বিকাল ৪টা হতে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রবিবার (৪ নভেম্বর) ভর্তি পরীক্ষার প্রথম দিন ১ম শিফটে ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় শিফটে মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ এবং আইন ও শরিয়াহ অনুষদভূক্ত ‘বি’ ইউনিটের ০০০০১ নং রোল থেকে ০৭১৫৫ পর্যন্ত, তৃতীয় শিফটে ০৭১৫৬ নং রোল থেকে ১৪৩১০ পর্যন্ত এবং চতুর্থ শিফটে ১৪৩১১ নং রোল থেকে অবশিষ্ট রোলধারীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমাবার (৫ নভেম্বর) ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ১ম শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ০০০০১ নং রোল থেকে ০৭১৫৫ পর্যন্ত এবং তৃতীয় শিফটে ০৭১৫৫ নং রোল থেকে ১৪৩১০ পর্যন্ত এবং চতুর্থ শিফটে ১৪৩১১ নং রোল থেকে অবশিষ্ট রোলধারীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।