কৌশলে হলে উঠার পরিকল্পনা ঢাকা কলেজ ছাত্রলীগের

ছদ্মনামে ঢাকা কলেজে হলে উঠার পরিকল্পনা ছাত্রলীগের
ছদ্মনামে ঢাকা কলেজে হলে উঠার পরিকল্পনা ছাত্রলীগের  © সংগৃহীত

ঢাকা কলেজের হলের কার্যক্রম চালু না হলেও হলে উঠার পরিকল্পনা গ্রহণ করেছে ছাত্রলীগের সাবেক কর্মীরা। শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে ছিল দাবি করে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে হল উঠতে চায় তারা।

শনিবার (১০ আগষ্ট) অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যমতে, ‘সাধারণ শিক্ষার্থী হল পরিবার’ নামের ১৮৭ সদস্যের একটি মেসেঞ্জার গ্রুপের ছাত্রলীগের প্রত্যক্ষ ও পরোক্ষ রাজনীতির সাথে জড়িতদের কলেজের হলে উঠার পরিকল্পনা করতে দেখা যায়। উক্ত গ্রুপের হেডলাইনে ‘ক্যাম্পাসে রবিবার সকাল ১০টায় এক হবো’ লেখা উল্লেখ রয়েছে।

গ্রুপে কথোপকথনে ১৯-২০ সেশনের ইতিহাস বিভাগের মুখতার হোসাইন বলেন, সবাই একসাথে থাকলে আমাদের দারা সব সম্ভব। আমরা যারা আগে হলে ছিলাম, আমরা একদিন সবাই হলে আসি।একটা তারিখ নির্ধারণ করুক। সাথে মিডিয়াও রাখা হোক। সবাই এক থাকলে আমরা হলঃ যারা রাজনীতি করছি না, তারা সবাই একতাবদ্ধ হয়ে চাইলেই পারবো।

অর্থনীতি বিভাগের ২০-২১ সেশনের মেহেদী হাসান রাকিব বলেন, যা করার রবিবারই করতে হবে। বাংলা বিভাগের ২১-২২ সেশনে আজহারুল বলেন, আমরা যেই হলের যেই রুমে থাকতাম ওই রুমে উঠবো।

উক্ত গ্রুপের অ্যাডমিন হাব্বান খান বলেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা হলে রাজনীতির সাথে জড়িত ছিলাম না তারা সমন্বয়কদের সাথে কথা বলে শিক্ষকদের মাধ্যমে হলে উঠতে চাই। আমাদেরকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে। 

এ বিষয়ে ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট ওবাইদুল করিম রিয়াজ বলেন, সাধারণ শিক্ষার্থী যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সাথে আলোচনা করে নীতিমালা তৈরি করে সাধারণ শিক্ষার্থীরা হলে থাকবে। ক্যাম্পাসে দলীয় লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি থাকবে না এই বিষয়ে আমরা সকলে একমত।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence